Wed, Sep 10, 2025

প্রকৃত মূত্রমনারা

  • PublishedMarch 11, 2016

অবাস্তব, ভিত্তিহীন ও যুক্তিরহিত কথা বলায় মমিনদের জুড়ি নেই। এই যেমন ‘মুক্তমনা’ শব্দটিকে তারা ব্যঙ্গ করে ‘মূত্রমনা’ বলে থাকে, যদিও বিন্দুমাত্র কারণ নেই এর পেছনে। মুক্তমনাদের মূত্রপ্রীতির কথা কখনও শোনা যায় না। তাই বলে মূত্রমনা বলে কেউ নেই, তা কিন্তু নয়।

বর্তমান সিরিজে হাতে-কলমে প্রমাণ করা হবে, প্রকৃত মূত্রমনা কারা। এই যেমন, ইছলামের নবী উটের প্রস্রাব মমিনদের জন্য হালাল করে দিয়ে তা পান করার নির্দেশনাও দিয়েছে। ইছলামী স্কলাররাও স্বীকার করে এ কথা। তাইলে কী খাড়াইল? কারা আসলে মূত্রমনা?
untitled
ইছলামে উটের মুত খাওয়া সুন্নত (বুখারি, খণ্ড ১, বই ৪, হাদিস ২৩৪)
মরুভূমি ছেড়ে এবার আসা যাক গরুভূমিতে। গরুপূজারিরাও প্রবলভাবে মূত্রপানোৎসাহী, এবং তাদের মূত্রসূত্র – গোমাতা। মুছলিমরা মূত্রপানের ক্ষেত্রে পুরুষ উট ও নারী উটে বিভেদ করে না। তবে গরুপূজারিরা শুধু গো-মাতৃমূত্রপান করে থাকে বলেই জানি।