সাঈদী কি আল্লাহর কোতোয়াল?

সাঈদীর কথা বার্তা শুনলে মনে হয় এই লোকরে আল্লাহ পুরা পৃথিবীর কোতোয়াল বানিয়ে পাঠিয়েছে। কথায় কথায় শেষ বিচারের দিনের গল্প। এর উপর গজব পড়বে, ওর উপর গজব পড়বে, ইত্যাদি।

যেন আল্লাহর বিচার বিভাগের এক বিশিষ্ট ম্যানেজার সে। আরে ব্যাটা তোর বিচার শুরু হবার পর থেকে প্রথমে সেই দুঃখে মরে গেলো তোর মা, বিচার দেখতে গিয়ে হার্টফেল করলো তোর তাগড়া-জোয়ান ছেলেটা, তোর বউ তোর কেমন তেলাপোকার মত নোংরা ভাবে সেইটাও আমাদের কানে এসে পৌঁছাইসে, তুই তোর নাতির সাথে পার্ভার্ট গিরি করস, কোরান নিয়ে মিথ্যা কথা কস সবই আমরা শুনেছি।

সবচাইতে বড় গজব হইলো তুই আর লইট্টা ফিস খাইতে পারস না। এর থেকে তুই আল্লাহর কোন গজবকে অস্বীকার করবি?

Exit mobile version