ডাস্টবিন থেকে কুড়আনো চিন্তা – ১২

লিখেছেন ধর্মব্যবসায়ী

৪১.
সেদিন আল্লার সাথে দেখা হয়ে গেল। তাকে কুরানের ভুল-ত্রুটিগুলো দেখালাম, সেগুলোর যথাযোগ্য ব্যাখ্যা চাইলাম।
আল্লা আমাকে বললো:
– আপনি আরো বড় আলেমের সাথে যোগাযোগ করেন।

৪২.
– আজল কাহাকে বলে?
– সহবতের সময় আল্লাহ আহ আহ আহ আঃ আঃ আঃ জিকিরি রত অবস্থায় স্ত্রীর মুখে জল নিক্ষেপকে আঃজল বলে।

৪৩.
হজ্জে মাসলম্যানরা শয়তানকে পাথর নিক্ষেপ করে কেন? শয়তানকে চাপাতি দিয়ে কোপ দেয়া অথবা আত্মঘাতী বোমা দিয়ে শয়তানকে আঘাত করাই কি অধিক ইসলাম-ঘনিষ্ঠ এবং সহিহ তরিকা হতো না?

৪৪.
অ্যালার আরশে কি ছারপোকা আছে?

৪৫.
মমিন:
– শালা নাস্তেক, ফেসবুকে ফেইক নাম ইউজ করে লিখস কেন?
নাস্তিক:
– আল্লা নিজেই ৯৮ টা ফেইক নাম ইউজ করছে, আমি আল্লার পথের পথিক।

Exit mobile version